ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ছুটি ৮ ও ৯ই এপ্রিল ২০২৪



ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ছুটি ৮ ও ৯ই এপ্রিল ২০২৪
ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ছুটি ৮ ও ৯ই এপ্রিল ২০২৪ আসন্ন ঈদে ঘরমুখো মানুষের দূর্ভোগ কমাতে দুইদিনের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রা নিরাপদ এবং ভোগান্তিমুক্ত করতে গতকাল সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরি এ দাবি জানান। যাতায়াতের দূর্ভোগ পথে পথে যাত্রী হয়রানি ভাড়া নৈরাজ্য ও সড়ক দূর্ঘটনা কমাতে ৮ ও ৯ই এপ্রিল ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছেন সংগঠনটি।

যাত্রী কল্যাণ সমিতি বলছেন, গণপরিবহনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত না করা গেলে এবারের ঈদ যাত্রা নারকীয় পরিস্থিতির হতে পারে বলে আশংকা করা হচ্ছে। এবার রোজার ৩০টি সম্পন্ন হলে ১১ই এপ্রিল ঈদ হতে পারে। ঈদের আগে ১০ই এপ্রিল মাত্র একদিন সরকারী ছুটি রয়েছেঈদের পর ১০ এপ্রিল হতে ১৪ই এপ্রিল পর্যন্ত পাঁচদিনের লম্বা ছুটি রয়েছে১৪ই এপ্রিল পহেলা বৈশাখ হওয়ায় এবারের ঈদ যাত্রায় মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মাবম্বীগণরা ও লম্বা ছুটির সুবাদে গ্রামের বাড়ি যাবেন। তাই যাত্রীর সংখ্যা বাড়বে। ৯ ও ১০ এপ্রিল প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ মানুষ রাজধানী ছাড়বে। অথচ গণপরিবহণ গুলোতে ২২ থেকে ২৫ লাখের মতো মানুষ বহনের সক্ষমতা আছে। এমন পরিস্থিতিতে ঈদের আগে ছুটি না বাড়ালে দেশের সব পথে যাতায়াত পরিস্থিতি অসহনীয় হতে পারে। তাই ৮ ও ৯ই এপ্রিল ছুটি বাড়ানো হলে ৫ ই এপ্রিল হতে সবাই স্বাচ্ছন্দ্যে ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে।

ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ছুটি ৮ ও ৯ই এপ্রিল ২০২৪ 



Previous Post
Next Post
Related Posts