রাজধানীতে কিউলেক্স মশায় অতিষ্ঠ মানুষ
মশার নাম = কিউলেক্স
রাজধানীতে কিউলেক্স মশায় অতিষ্ঠ মানুষ। মৌসুমের শুরুতেই নগরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কিউলেক্স মশা। দুই সিটি জুড়েই বেড়েছে উৎপাত। বিশেষ করে জলাধার কেন্দ্রীক এলাকাগুলো যেন মশারই রাজত্ব। দিন রাত সবসময় শুধু মশা আর মশা। কয়েল, মশারি, স্প্রে, ইলেকট্রিক ব্যাটসহ নানা কৌশল অবলম্বন করেও রেহাই পাওয়া যাচ্ছে না। অফিস বাসাবাড়ি বা দোকান কোথাও স্বস্তি নেই। এক কথায় মশায় অতিষ্ট মানুষ। নভেম্বর থেকে মার্চে মশা বেড়েছে দ্বিগুণ। তবে মশা নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের কোনো উৎপরতা নেই।
ভুক্তভোগীরা জানান মশার উপদ্রবে তারা অতিষ্ট মানুষ, কিউলেক্স মশায় অতিষ্ঠ মানুষ তারপরও সিটিকর্পোরেশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিস্তারিত দেখুন নিচে বাংলাদেশ প্রতিদিন এর প্রতিবেদন এ।
এ সকল মশার কামড়ে মানুষ অসুস্থ হচ্ছে। ঘনঘন জ্বর হচ্ছে। সাধারণ জ্বর, ঠান্ডা, কাশিজনিত রোগীরা এ মশার কামড়ে আরো অস্বস্তিতে পড়ছে। এ কিউলেক্স মশার উপদ্রব হতে রক্ষা পেতে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে সহযোগীতার পাশাপাশি সকল নাগরিকদেরও সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে ঘাস, লতাপাতা হতে দেয়া যাবে না। বাসাবাড়ির আসেপাশে জমা পানি, ময়লার স্তুপ পরিস্কার রাখতে চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় কাগজপত্র, ময়লা অব্যবহৃত কাপড়-চোপর সচেতনতার সাথে পুুড়িয়ে ফেলতে হবে। যথাসম্ভব ময়লামুক্ত পরিবেশ রাখতে হবে।