ট্রু কলারে গোপন রাখুন নিজের নাম
Hide your name on True Caller
জনপ্রিয় ট্রু কলার অ্যাপে True Caller app কাউকে ফাঁকি দিতে চাইলে অ্যাপেসের সফটওয়ারে কিছু পরিবর্তন এনে দিন। তাহরে কেউ একলার ব্যবহার করলেও আপনার পরিচয় জানতে পারবে না। প্রযুক্তিনির্ভর এ যুগে তাই জেনে নিতে পারেন ট্রু কলারে True Caller নিজের নাম মুছে ফেলার পদ্ধতি।আসুন জেনে নিই।
১। প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে ট্রু কলার অ্যাপ True Caller app ইনস্টল করুন।
২। নিজের ফোন নম্বর ব্যবহার করে লগইন করুন।
৩। ট্রু কলার অ্যাপ True Caller app সেটিংসের প্রাইভেসি সেন্টার অপশনে যান।
৪। এখানে ডিঅ্যাক্টিভেট নামে একটি অপশন পাবেন। সেটা ট্যাপ করুন।
৫। বাস, তাহলেই ট্রু কলার অ্যাপ True Caller app ব্যবহারকারীরাও আপনার পরিচয় জানতে পারবে না।
৬। যদি আরও নিশ্চিতভাবে পরিচয় গোপণ রাখতে চান তবে ট্রু কলারের True Caller ওয়েবসাইটে গিয়ে আইএসডি কোডসহ মোবাইল নম্বর দিন।
৭। এরপর আবার ডিঅ্যাক্টিভেট অপশন পাবেন। তা ট্যাপ করুন।
৮। এরপর ট্রু কলার True Caller ইনস্টল করা আছে েএমন মোবাইল ডিসপ্লেতে ভেসে ওঠে কিনা।
৯। দ্রুতই দেখবেন ট্রু কলার True Caller আর আপনার পরিচয় দেখাতে পারছে না।
তারপরও যদি ট্রু কলারে True Caller আপনার নাম পরিচয় দেখতে পান তবে বিচলিত হবেন না। এটি ক্যাশে মেমোরির কারণে হয়ে থাকে। কিছু দিন অপেক্ষা করুন। রিফ্রেশ দিন মোবাইলে।
১০। সর্ব্বোচ্চ ১ সপ্তাহ অপেক্ষা করে আবার ফোনকল দিয়ে চেক করুন।আপনার পরিচয় দেখাচ্ছেনা ট্রু কলার অ্যাপ।
ট্রু কলারে গোপন রাখুন নিজের নাম
Hide your name on True Caller