ইতিহাস
বিকেএসপি প্রতিষ্ঠিত হয় ১৪ই এপ্রিল, ১৯৮৬। তিনটি বিভাগ নিয়ে বিকেএসপি কার্যক্রম শুরু করে। ১৯৯২ সালে ৬ জন শিক্ষার্থী ভর্তির মাধ্যমে জিমন্যাস্টিক বিভাগ চালু করা হয়। ১৯৯৭ সালে বিকেএসপিতে মেয়ে প্রশিক্ষণার্থী ভর্তি করার অনুমোদন প্রদান করা হয়। জিমন্যাস্টিক বিভাগ চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিকেএসপির বর্তমান ও প্রাক্তন জিমন্যস্টিকরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে স্বর্ণ, রৌপ্য, তাম্র অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন।
বিকেএসপিতে ভর্তির নিয়মাবলীঃ How to get admission in BKSP প্রতি বছর অক্টোবর বা নভেম্বর মাসের দিকে বিকেএসপির ওয়েবসাইটে, পত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞাপন দেওয়া হয়। প্রতিবছর সাধারণত ১৯ টি ইভেন্টে ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ক্রিকেট, ফুটবল, সাাঁতার, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, কারাতে, বক্সি, জুডো, হ্যান্ডবল, বলিবল, আর্চারি, বাস্কেটবল, হকি, তায়কায়োন্দো, শুটিং, টেবিলটেনিস, ব্যাটমিন্টন, ভারত্তোলন, উশু ও স্কোয়াশ ইত্যাদি। সাধারণত ১০ থেকে ১৪ বছর বয়সী ছেলেমেয়েদের চতুর্থ থেকে সপ্তম শ্রেণিতে ভর্তি করা হয়ে থাকে। কিছু ইভেন্টে আবার ১৬ বছর বয়সেও ভর্তি করা হয়ে থাকে। বিভিন্ন ইভেন্টে ভর্তির জন্য শ্রেণি ও বয়সভেদে নাম উল্লেখপূর্বক ভর্তির তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ে থাকে যে, অনলাইনে আবেদন করতে ছবি, জন্মনিবন্ধন, বয়স ও বিদ্যালয়ের শ্রেণি নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। অনলাইনে সকল তথ্য আপলোড করে তা ভর্তি পরীক্ষার দিন অথবা সাক্ষাৎকারের দিন সে সকল তথ্যের নমুনা কপি সাথে আনতে হবে।
বিকেএসপিতে কীভাবে ভর্তি হবেনঃ How to get admission in BKSP বিকেএসপিতে ভর্তির নিয়মাবলীঃ প্রতি বছর অক্টোবর বা নভেম্বর মাসের দিকে বিকেএসপির ওয়েবসাইটে, পত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞাপন দেওয়া হয়। বিভিন্ন ইভেন্টে ভর্তির জন্য শ্রেণি ও বয়সভেদে নাম উল্লেখপূর্বক ভর্তির তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ে থাকে যে, অনলাইনে আবেদন করতে ছবি, জন্মনিবন্ধন, বয়স ও বিদ্যালয়ের শ্রেণি নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। অনলাইনে সকল তথ্য আপলোড করে তা ভর্তি পরীক্ষার দিন অথবা সাক্ষাৎকারের দিন সে সকল তথ্যের নমুনা কপি সাথে আনতে হবে।
যে খেলাসমূহে ভর্তি হওয়া যাবেঃ Games that can be admission প্রতিবছর সাধারণত ১৯ টি ইভেন্টে ভর্তির সুযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ক্রিকেট, ফুটবল, সাাঁতার, জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্স, কারাতে, বক্সি, জুডো, হ্যান্ডবল, বলিবল, আর্চারি, বাস্কেটবল, হকি, তায়কায়োন্দো, শুটিং, টেবিলটেনিস, ব্যাটমিন্টন, ভারত্তোলন, উশু ও স্কোয়াশ ইত্যাদি।
ভর্তি পরীক্ষার কেন্দ্রঃ Admission Test Center বাংলাদেশের সকল বিভাগেই রয়েছে বিকেএসপির বিভাগীয় কেন্দ্র। আপনি যে কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সে কেন্দ্রের কথা উল্লেখ করে আবেদন করতে হবে। যেমনঃ দিনাজপুর, বরিশাল, খুলনা, সিলেট, ঢাকা, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়াম, রংপুর ও চট্টগ্রাম।
ভর্তির নিয়মকানুনঃ Admission Rules ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী যথা সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে। সকল তথ্যাদি সঠিক আপলোড করতে হবে। পরবর্তীতে আবেদনপত্র ডাউনলোড করে পরীক্ষার তারিখ অনুযায়ী ফি জমা করে আবেদনপত্রসহ সঠিক সময়ের মধ্যে উপস্থিত থাকতে হবে।
পরীক্ষার নম্বরঃ Exam No মোট নম্বর ১০০। মাঠে খেলা ৭০, লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজী ও গণিত ২০, ক্রিড়া বিজ্ঞানে ১০।
স্বাস্থ্য পরীক্ষার প্রথম ধাপঃ First step of health Examination স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই নির্ভর করে পরবর্তী ধাপে যাওয়ার যোগ্যতা। প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষায় পরীক্ষার্থীর বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি করে থাকেন। স্বাস্থ্য পরীক্ষায় ইয়েস কার্ড পেলেই শারিরীক সক্ষমতা ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
শারিরীক সক্ষমতার দ্বিতীয় ধাপঃ Second stage of physical ability সাধারণত এ ধাপে গতি, শক্তি, দম, ক্ষীপ্রতা, ভারসাম্য, নমনীয়তা পরীক্ষা করা হয়।
ব্যবহারিক পরীক্ষার তৃতীয় ধাপঃ চূড়ান্ত লড়াইয়ে জায়গা করে নেওয়া সাতদিনব্যাপী ব্যবহারিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেট ভর্তিইচ্ছুদের জন্য ব্যাটিং বলিং, ড্রিল ও ফুটবলারদের জন্য স্কিল গেম প্রাথমিক বাছাইয়ের জন্য এ তিনটি ধাপ অনুষ্ঠিত হয়।
সাত দিনের বাছাই পর্বঃ Seven day qualifying round সাত দিনব্যাপী বাছাই পর্বের কার্যক্রম আবাসিকভাবে পরিচালনা করা হয়ে থাকে। প্রাথমিকভাবে নির্বাচিতদের বিকেএসপির নিজস্ব হোটেলে রেখে চূড়ান্ত মূল্যায়ন করা হয়। সপ্তাহব্যাপী সকাল বিকাল অনুশীলনের মাধ্যমে যাচাই করা হয় মেধা ও দক্ষতা। লক্ষ্য করা হয় আবেদনকারীর আচরণ। শেষের দিনে সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়া হয়।
ভর্তির যোগ্যতা ছেলে
|
|
|
|
|
|||
|
|
|
|
|
অনূর্ধ্ব ১৪ |
|
|
|
অনূর্ধ্ব ১৬ |
|
|
|
অনূর্ধ্ব ১২ |
|
|
|
অনূর্ধ্ব ১৪ |
|
|
|
অনূর্ধ্ব ১৪ |
|
|
|
অনূর্ধ্ব ১১ |
|
|
|
অনূর্ধ্ব ১৪ |
|
|
|
অনূর্ধ্ব ১৪ |
|
|
|
অনূর্ধ্ব ১৩ |
|
|
|
অনূর্ধ্ব ১৪ |
|
|
|
|
||
|
অনূর্ধ্ব ১৪ |
|
|
|
অনূর্ধ্ব ১২ |
|
|
|
অনূর্ধ্ব ১২ |
|
|
|
অনূর্ধ্ব ১৪ |
|
|
|
অনূর্ধ্ব ১১ |
|
|
|
অনূর্ধ্ব ১৬ |
|
|
|
অনূর্ধ্ব ১৩ |
|
অনূর্ধ্ব ১৪ | |||
অনূর্ধ্ব ১৬ | |||
অনূর্ধ্ব ১২ | |||
অনূর্ধ্ব ১৪ | |||
অনূর্ধ্ব ১৪ | |||
অনূর্ধ্ব ১১ | |||
অনূর্ধ্ব ১৪ | |||
অনূর্ধ্ব ১৪ | |||
অনূর্ধ্ব ১৩ | |||
অনূর্ধ্ব ১৪ | |||
অনূর্ধ্ব ১৪ | |||
অনূর্ধ্ব ১২ | |||
অনূর্ধ্ব ১২ | |||
অনূর্ধ্ব ১৪ | |||
অনূর্ধ্ব ১১ | |||
অনূর্ধ্ব ১৬ | |||
অনূর্ধ্ব ১৩ |