ব্যাংকে ঋণের সুদ বেড়েছে কত শতাংশ দেখুন
ঋণের সুদ নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পদ্ধতি অনুসরণ করতে গিয়ে এখন প্রতি মাসেই ঋণের সুদ বাড়ছে। বর্তমানে সিক্স মান্থস মুভিং এভারেজ রেট অব ট্রেজারি “বিল বা স্মার্ট” পদ্ধতিতে ঋণের সুদের ভিত্তি হার নির্ধারিত হয়। তার সঙ্গে বাড়তি তিন শতাংশ সুদ যুক্ত হবে। এই দুইয়ে মিলে ঋণের চুড়ান্ত সুদহার নির্ধারণ করে ব্যাংকগুলো। মার্চে স্মার্ট হার বেড়ে যাওয়ায় বাড়তি যুক্ত হওয়া সুদে কিছুটা লাগাম টানা হয়। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সিনিয়র সভাপতি বলেন, গ্যাস বিদ্যুতের দাম বাড়ায় সব ব্যবসার খরচ বেড়ে গেছে। এখন সুদহার বাড়ানোয় আরো চাপে পড়বেন ব্যবসায়ীরা। তবে আসলে সব চাপ পড়বে ভোক্তাদের উপরই। কিছু ব্যবসায়ী ও ক্ষতির মুখে পড়বেন। আগামী জুন পর্যন্ত যেন আর সুদহার বাড়ানো না হয়। কারণ এত চাপ আর সামলানো যাচ্ছে না। ২০১৮ সালের এপ্রিলে ব্যাংক ঋণ ও আমানতের সুদে “নয়ছয়” এর সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।