স্পর্শ ছাড়াই হাতের ইশারায় লেনদেন
Transactions with hand gestures without touch
স্পর্শ ছাড়াই হাতের ইশারায় লেনদেন। পৃথিবীর সর্ববৃহৎ ই-কমার্স সাইট অ্যামাজন সম্প্রতি নতুন অ্যাপ অ্যামাজন ওয়ান চালু করেছে। এর মাধ্যমে অ্যামাজন স্টোরে কেনাকাটা করতে গেলে অর্থ পরিশোধের জন্য বিশেষ যন্ত্রে হাতের তালু দেখালেই লেনদেন প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামাজন ওয়ান সেবাটি দ্রুত, সুবিধাজনক ও স্পর্শহীন উপায়ে হাতের তালু The palm of the hand ব্যবহার করে সেবা দিতে পারবে। এতে স্টোরে অর্থ পরিশোধ, স্টেডিয়ামে ঢোকা, ছাড়ের সুবিধা নেওয়ার মত কাজগুলো সহজেই করা যাবে।
এ প্রক্রিয়া অনেকটাই ফিঙ্গার প্রিণ্ট সনাক্তকরণ প্রক্রিয়ার মতো। তবে এ ক্ষেত্রে অ্যামাজন পুরো হাতের তালু The palm of the hand ব্যবহার করবে। এরই মধ্যে সিয়াটলে অ্যামাজন গো স্টোরে ঢোকার সময় অ্যামাজন গো ব্যবহার করতে পারেন গ্রাহকরা। অ্যামাজনের ব্লগ পোস্টে বলা হয়, অ্যামাজন ওয়ান ব্যবহার করার জন্য নিবন্ধন করা হলে অ্যামাজন ওয়ান ডিভাইসের ওপর ঢোকার সময় হাত দেখালে মুহূর্তেই ক্রেতা সনাক্ত করা হয়ে যাবে। এটা খুবই সহজ পদ্ধতি।